স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত সোনু নিগম

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২২, ১০:০০
অ- অ+

বলিউডে করোনায় আক্রান্ত তারকাদের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন তুমুল জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম। তবে গায়ক একা নন, তার স্ত্রী মধুরিমা এবং একমাত্র ছেলে নীলভেরও করোনা পজিটিভ। টুইট করে এই দুঃসংবাদ সোনুই শেয়ার করেছেন।

সপরিবারে বর্তমানে দুবাইয়ে আছেন গায়ক। কয়েক দিনের মধ্যে ভুবনেশ্বরে একটি শো-এর শুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিল তার। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় আপাতত নিভৃতবাসে রয়েছে সোনু এবং তার স্ত্রী-সন্তান। তিনি জানিয়েছেন, সামান্য উপসর্গ রয়েছে তাদের। অসুস্থ বোধও করছেন না।

এছাড়া মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেও খবরটি জানান সোনু। সেখানে তিনি বলেন, ‘আমি বর্তমানে দুবাইয়ে। দেশে ফেরার কথা ছিল। ভুবনেশ্বরে একটি রিয়ালিটি শোয়ের শুটিংয়ের কথা রয়েছে। কিন্তু কোভিড পজিটিভ হওয়ায় আপাতত নিভৃতবাসে রয়েছি। যত বার পরীক্ষা করিয়েছি, তত বারই রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। কিন্তু আমার জন্য যাদের ক্ষতি হল তাদের জন্য খারাপ লাগছে।’

সোনুর পরিবার ছাড়াও সম্প্রতি বলিউডে কোভিডে আক্রান্ত হয়েছেন দিলানাজ ইরানি, দ্রাষ্টি ধামি, সুমনা চক্রবর্তী, একতা কাপুর, জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া, প্রেম চোপড়াসহ অনেকে। কয়েকদিন আগে করোনা থেকে সুস্থ হয়েছেন কারিনা কাপুর, অমৃতা অরোরা, নোরা ফাতেহি, সানায়া কাপুর।

ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুর-৪ আসনে খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা
পানি থেকে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক দূর করার সহজ উপায়, জেনে নিন
দেহে রক্ত বাড়ায় ভেষজ ঔষধি লাল বিট, ডায়াবেটিস ও ক্যানসার নিয়ন্ত্রণ করে
ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা