করোনায় মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক মাহমুদুল হক

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২২, ১৩:১৫| আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪:১৮
অ- অ+

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী মাহমুদুল হক মারা গেছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে এক সপ্তাহ আগে অধ্যাপক মাহমুদুল হককে ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মাহমুদুল হককে বাগেরহাটের রামপালে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

মাহমুদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক মাহমুদুল হক ছিলেন দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন চিত্রশিল্পী। স্বনামধন্য এই শিল্পী পেইন্টিং ও ছাপচিত্রে সমান প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

উপাচার্য বলেন, তার ক্যানভাসে শিল্পের নানা মাধ্যমের প্রভাব শিল্প অনুরাগীদের আকৃষ্ট করেছে। প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারম্যান, তৎকালীন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। চিত্রশিল্পে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হন। চিত্রশিল্পের বিকাশ এবং নৈসর্গিক শিল্পকর্মের জন্য গুণী এই শিল্পী স্মরণীয় হয়ে থাকবেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন বর্তমান-সাবেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। ২০২২ সালেই এখন পর্যন্ত তিনজন বিশিষ্ট শিক্ষককে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
From Cumilla to Global Influence: The Contributions of Prof. M. Kabir Hassan in Islamic Finance and Development Economics
চাঁদপুরে মুমূর্ষু লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের
নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
সাবেক সেনাপ্রধান হারুনের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা