প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন মো. আলফাসানী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আলফাসানী। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. আলফাসানীকে তার অবসর-উত্তর ছুটি তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড ৯ ভুক্ত নির্ধারিত বেতন পাবেন।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এএ/জেবি)

মন্তব্য করুন