বইমেলায় তাসরীনা শিখার 'বেলা শেষের ডায়েরি'

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২২, ১৫:১৫
অ- অ+

নতুন মাত্রায় সময়কে হরণ করে, আবার ধারণও করে তার আন্তর্গত নির্বাস। চারপাশে এত সব আয়োজন, ভেতরে বাইরে ঘটতে থাকা এই যে আনন্দ-বেদনার মেলবন্ধন সবকিছু মিশিয়ে তাসরীনা শিখার ৫ম বই 'বেলা শেষের ডায়েরি'। অমর একুশে বইমেলায় মুক্তচিন্তা প্রকাশনীর ২৭১, ২৭২ ও ২৭৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির প্রচ্ছদ মূল্য ৩৫০ টাকা। বইটি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে বলে জানা গেছে।

লেখকের অনুভূতি, আবেগ, সমাজের কথা, নারী ও তার কল্পনা শক্তির বিকাশ ঘটিয়েছেন ডায়েরির মাধ্যমে। এই লেখার মাধ্যমে লেখক যেমন তার রচনাসমূহকে করে তুলেছেন হৃদয়গ্রাহী, তেমনি প্রবাসের এবং বাংলাদেশের বাঙ্গালিদের অসঙ্গতিকে তুলে ধরেছেন নানা প্রসঙ্গে।

লেখক মনে করেন, 'বেলা শেষের ডায়েরি পাঠকের মন জয় করবে। গ্রন্থটির মাধ্যমে পাঠকরা তাদের নিজ জীবনের অনেক গল্প খুঁজে পাবে।'

তিনি বলেন, 'জীবনের অধিকাংশ সময় প্রবাসে বসবাস করলেও আমার ভাবনা, কল্পনা এবং জীবনের সবকিছুই বাংলাদেশ ও বাঙ্গালিদের ঘিরেই। এদেশের মাটির গন্ধে বারবার ফিরে আসি এখানে। বাস্তব জীবনে পথে চলতে গেলে অনেক কিছুই মনের ভেতর গেথে যায়। কখনও মন প্রতিবাদী হয়ে ওঠে, নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সে প্রতিক্রিয়ার ফলে আমি যা অনুভব করি তাই ই লেখার চেষ্টা করি।'

কানাডার অন্যতম বড় শহর টরন্টোতে স্থায়ী বসবাসকারী তাসরীনা শিখার বেড়ে ওঠা কুমিল্লা জেলা শহরে। সেখানে স্কুল ও কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেন। জীবন যাপনের পাশাপাশি তিনি জীবন উদযাপন করেন লেখালেখির খরশ্রোতা নদীতে বৈঠা বেয়ে।

এর আগে ২০১১ সালে 'লেখকের কাব্যালাপ', ২০১৩ সালে 'আকাশের ওপারে আকাশ' ২০১৪ সালে 'মেঘের ভেলায় ভেসে' এবং ২০১৮ সালে 'জীবনের বর্ণমালা' শিরোনামের চারটি বই প্রকাশিত হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/এমআইএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা