ঘরে বসেই দেখা যাবে রাজ-পরীর ‘গুণিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২২, ১২:২৭
অ- অ+

গত ১১ মার্চ ঢাকা ও এর বাইরের মোট ১৫টি সিনেমা হলে মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। এর মধ্যে ঢাকার ১১টি এবং নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রামসহ ৯ জেলার বিভিন্ন সিনেমা হলে ছবিটি দেখা যায় এবং বেশ ভালো সাড়া ফেলে।

গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ আটটি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে শরিফুল রাজ ও পরীমনি অভিনীত ‘গুণিন’। এবার দেশ-বিদেশে ছড়িয়ে থাকা দর্শকের কথা মাথায় রেখে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দিচ্ছে।

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে ‘গুণিন’। লম্বা একটা বিরতির পর দর্শকদের মধ্যে নতুন ছবি নিয়ে এসেছেন এই পরিচালক।

‘গুণিন’ ছবিটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। শরিফুল রাজ ও পরীমনি অভিনয় করেছেন যথাক্রমে রমিজ ও রাবেয়া চরিত্রে।

ছবির বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু ও ঝুনা চৌধুরীসহ অনেকে।

‘গুণিন’ শরিফুল রাজ এবং পরীমনি জুটির প্রথম ছবি। এর শুটিং সেট থেকেই তারা মন দেওয়া-নেওয়া সেরেছিলেন। পরে করেন বিয়ে। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাজ-পরী। শুটিং শেষে বাস্তবেও তারা হয়ে যান স্বামী-স্ত্রী। খুব শিগগির সন্তানের অভিভাবকও হতে চলেছেন।

ঢাকাটাইমস/২৪ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা