মিরসরাইয়ের শান্তিরহাটে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা উদ্বোধন

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজারে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শান্তিরহাট উপশাখার শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রিমিয়ার ব্যাংক মিরসরাই শাখার নিয়ন্ত্রণে পরিচালিত এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার কাজী আহ্সান খলিল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি এবং ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, এসইভিপি এবং মিরসরাই শাখার ব্যবস্থাপক মো. নঈমুল আলম, ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/এসকেএস)

মন্তব্য করুন