নিখোঁজের ৬ মাস পর নারীর কঙ্কাল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২২, ০৮:৪২
অ- অ+
ফাইল ছবি

প্রায় ছয় মাস আগে নিখোঁজ হওয়া নারীর কঙ্কাল পাওয়া গেছে গ্রামের একটি ডোবায়। রাজশাহীর পুঠিয়া উপজেলার শেরজান বিবি (৯৩) ছয় মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

বৃহস্পতিবার উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের একটি ডোবায় ওই নারীর কঙ্কাল পাওয়াও পর হাড়গোড়ের ভেতরে থাকা হাতের চুড়ি আর গলার মালা দেখে শনাক্ত করেন তার ছেলে।

শেরজান বিবি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের নূর আলী মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানেশ্বরে একটি ডোবায় পানি সেঁচে মাছ ধরছিলেন কয়েকজন লোক। কচুরিপানা সরালে মানুষের কঙ্কাল দেখতে পান তারা। কঙ্কালটি কোনো মাংস ছিল না। কঙ্কালের ভেতর থেকে পাওয়া চুড়ি আর মালা উদ্ধার দেখে শেরজান বেগমের ছেলে লুৎফর হোসেন ঘটনাস্থলে এসে চুরি আর মালা দেখে শনাক্ত করেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘ওই নারী মাঝেমধ্যেই বাড়ির বাইরে হাঁটতে যেতেন। প্রায় ছয় মাস আগে একবার তিনি বাড়ি থেকে বেরিয়ে আর পিরে আসেননি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/এফএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে পেশাজীবীদের মৌন মিছিল: গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান
গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
জামালপুরে আ.লীগের সভাপতি বাদশার বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশন নিয়ে নেমেছে: জামাল কামাল মোল্লা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা