শিডিউল জটিলতায় বিএসইসির কাতার ‘রোড শো’ স্থগিত

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২২, ২০:৫৫| আপডেট : ১২ মে ২০২২, ২০:৫৮
অ- অ+

বহির বিশ্বে দেশের পুঁজিবাজারের পরিধি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে বিভিন্ন দেশে রোড শো করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ধারাবাহিকতায় আগামী ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাতে রোড শোর আয়োজনের কথা থাকলেও তা স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কাতারের রোড শো’তে যাদের অতিথি করার কথা ছিল তাদের শিডিউল সংকটের কারণে ১৮ ও ১৯ মে রোড শো’র আয়োজন করা সম্ভব হচ্ছে না। অতিথিদের শিডিউল পেলে পরবর্তীতে সেখানে রোড শো’র আয়োজন করা হবে।

আমন্ত্রিত অতিথিদের শিডিউল পাওয়া গেলে রোড শো’র নতুন তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে বিএসইসি।

এর আগে, প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড ও চতুর্থ দফায় যুক্তরাজ্যে সফলতার সঙ্গে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি।

আর পঞ্চম দফায় কাতারে রোড সফলভাবে সম্পন্নের পর সৌদি আরব, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি।

(ঢাকাটাইমস/১২মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা