বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার সকালে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন বলে এক পুলিশ কর্মকর্তা ঢাকাটাইমসকে নিশ্চিত করেন।
গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিআইজি পদে, তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দেয়া হয়। এরমধ্যে পুলিশের বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জন এবং ২০তম ব্যাচের ১৬ জন রয়েছেন। ডিআইজি হিসেবে একসঙ্গে এত বেশি সংখ্যক পদোন্নতি বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম।
বিসিএস (পুলিশ) ১৮ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ডিআইজি হয়েছেন- র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক, র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান, পুলিশ সদর দপ্তরের রেজাউল হক, ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেন, এন্টি টেররিজম ইউনিটের মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের মিজানুর রহমান, পুলিশ সদর দপ্তরের মুনিবুর রহমান, সিলেট মহানগরীর অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জের জয়দেব কুমার ভদ্র, পুলিশ সদর দপ্তরের কাজী জিয়া উদ্দিন, ঢাকা পিবিআইয়ের গোলাম রউফ খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, ডিএমপির (বডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম, র্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক বিভাগের পরিচালক অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ডিএমপির যুগ্ম কমিশনার শামীমা বেগম এবং এন্টি টেররিজম ইউনিটের সালমা বেগম।
(ঢাকাটাইমস/১৩মে/এএইচ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১৭ কর্মকর্তা

সিআইডি বিএফআইইউ আইন বিভাগের সমন্বয় সভা

সিনিয়র সচিব হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া

পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হলেন বিদ্যুৎ বিভাগের সচিব

সাবেক কাউন্সিলর মিজান-রাজীবের সংবাদ সম্মেলন প্রসঙ্গে যা বলছে র্যাব

গাজীপুরের কমিশনারকে বদলি, নতুন দায়িত্বে মাহবুব আলম

দুই উপসচিবকে বদলি

স্বরাষ্ট্র সচিবের সিআইডির ফরেনসিক ল্যাব পরিদর্শন

দুই জেলায় নতুন এডিসি
