বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২২, ১৯:৩৭
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার আধাঘণ্টার মধ্যে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো বার্তায় বলা হয়, বিকাল ছয়টা ২৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকে চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে এছাড়া সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/২০জুন/বিএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা