করোনা-যুদ্ধে জয় ঘোষণা সাংহাইয়ের, স্কুল খুলছে বেইজিংয়ে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৮:২৫
অ- অ+
ছবি- রয়টার্স

গত দুই মাসে প্রথমবার করোনা শনাক্তের সংখ্যা শূণ্য সাংহাইয়ে। এরই মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে জয় ঘোষণা করেছে সাংহাই প্রশাসন। পাশাপাশি সংক্রমণের হার কমে যাওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। খবর রয়টার্সের।

চলতি বছরের মার্চ মাস থেকে হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যায় চীনের বিভিন্ন প্রদেশে। সংক্রমণ ঠেকাতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। সাংহাইয়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ছিল। সেখানে প্রায় দুই মাসের কঠোর লকডাউন জারি করা হয়েছিল। জুনের প্রথম দিনেই উঠিয়ে নেওয়া হয়েছিল লকডাউন। এমনকি সংক্রমণ নির্মূল করতে ‘জিরো কোভিড নীতি’ অনুসরণ করেছিল শি জিনপিং সরকার। এ কারণেই এমন সাফল্যের দেখা মিলেছে বলেও দাবি করা হচ্ছে।

বেইজিং শিক্ষা কমিশন শনিবার জানিয়েছে, সংক্রমণের হার কমায় আগামী সোমবার থেকে সমস্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শুরু করা হবে পাঠদান কার্যক্রম। নার্সারি স্কুল খুলবে আগামী ৪ জুলাই থেকে।

মে মাসের শুরু থেকে বেইজিংয়ের স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রমে জোর দেওয়া হয়েছিল। গত ২ জুন থেকে উঁচু ক্লাসের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বলা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৫জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা