আর্সেনালে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের গোলকিপার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৫:৩৯
অ- অ+

ইংলিশ ক্লাব আর্সেনালে দীর্ঘ মেয়াদি চুক্তিতে যোগ দিলেন ‍যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নার। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এমন তথ্যই প্রকাশ করেছে ক্লাবটি। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো তা ফলাও করে প্রতিবেদন প্রকাশ করছে। তবে ট্রান্সফার ঠিক কত সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন গণমাধ্যম বলছে, আমেরিকান এই তারকা ফুটবলারকে নিজেদের ক্লাবে ভিড়াতে ৭০ লাখ ইউএস ডলার খরচ করেছে আর্সেনাল। সেই সঙ্গে মোটা অঙ্কের বোনাসেরও সুযোগ রয়েছে। আবার পরবর্তীতে ম্যাট টার্নারকে যদি ইংলিশ ক্লাবটি বিক্রিও করে দেয়, সেখান থেকেও অর্থ পাবে টার্নারের পূর্বের ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।

উল্লেখ্য, ২০১৬ সালে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন ক্লাবে যোগ দেন ম্যাট টার্নার। খেলেছেন মোট ১১১টি ম্যাচ। যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে অভিষেক হয় ২০২১ সালে। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১৮টি ম্যাচ ম্যাচ।

(ঢাকাটাইমস/২৮জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
ব্যাটারি চালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা