একচল্লিশেও পূর্ণিমার বিরামহীন পথচলা

ঢাকাই চলচ্চিত্রে পূর্ণিমাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ চিত্রজগতে পা ফেলেন এই লাস্যময়ী তারকা। সেই সিনেমায় হার্টথ্রুব নায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করেছিলেন পূর্ণিমা। সেই থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আজ সোমবার (১১ জুলাই) বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকার জন্মদিন।
বড় পর্দার নায়িকা পূর্ণিমা ছোট পর্দায়ও দারুণ জনপ্রিয়। একচল্লিশে পা রেখে এখনও মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ঈদ মৌসুমে বিভিন্ন টিভি চ্যানেলে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। সবশেষ চেনা ব্যক্তিত্বদের অজানা গল্প নিয়ে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ‘ফ্রুটিকা চেনা মুখ অজানা গল্প’ অনুষ্ঠান। ঈদে সাত পর্বের এই অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে পূর্ণিমাকে। এছাড়া ঈদের দিন এসএ টিভির ‘গল্প আড্ডা’ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা গেছে তাকে।
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের ১১ জুলাই জন্ম পূর্ণিমার। তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা। চট্টগ্রামেই কেটেছে শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন।
অভিনয়ের প্রতি তার আগ্রহের কারণেই ঢাকাই চলচ্চিত্রে নাম লেখান। প্রায় দুই যুগের অভিনয়জীবনে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশন নাটকে কাজ করছেন তিনি। উপস্থাপনা করেছেন বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান।
পূর্ণিমা ক্যারিয়ারে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা থাকাকালে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন আরশিয়া উমাইজা। স্বামী সংসার নিয়ে বেশ কেটে যাচ্ছে পূর্ণিমার দিন।
(ঢাকাটাইমস/১১জুলাই/এসআর/কেএম)

মন্তব্য করুন