ঢাবি ছাত্রীর টানে বাংলাদেশে মার্কিন যুবক, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করা ফৌজিয়া হাসান অনন্যার ভালবাসার টানে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বাংলাদেশে এসেছেন রোডোল্ফো আন্তোনিও পেজ নামের এক যুবক।
শুক্রবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে তারা বিয়েও করেছেন। এজন্য ধর্মান্তরিত হয়েছেন ওই মার্কিন যুবক।
২০২০ সালে করোনা মহামারির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় অনন্যা ও আন্তোনিওর। তারপর দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক। অবশেষে নানা প্রতিকূলতা পেরিয়ে বিয়ে করে ঘর বাঁধলেন এই যুগল।
বগুড়ার মেয়ে ফৌজিয়া হাসান অনন্যার বেড়ে ওঠা ঢাকার রামপুরায়। অন্যদিকে ছেলে রোডোল্ফো আন্তোনিও পেজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি শহর থাকেন। বর্তমানে করছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এসকে/এলএ)

মন্তব্য করুন