বাংলাদেশ আইএমএফের কাছে শুরুতে দেড় বিলিয়ন ডলার ঋণ চায়

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৬:২৮ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৪:৩০

জলবায়ু সঙ্কট মোকাবেলা এবং বাজেট ঘাটতি পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের কাছ থেকে সব মিলিয়ে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ চায় সরকার। এর মধ্যে প্রথম দফায় বাংলাদেশ দেড় বিলিয়ন ডলার ঋণ পেতে চায়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বরাতে একথা জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। লন্ডনভিত্তিক এই পত্রিকাকে এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেছেন, ‘তবে আইএমএফের কাছ থেকে অর্থের ওই পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। সরকার এ বিষয়ে আশাবাদী।’

সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ ছাড়াও বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার কাছ থেকে আরও ৪ বিলিয়ন ডলার ঋণ নিতে চায় বাংলাদেশ সরকার।’

করোনাভাইরাস মহামারীর প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাবস্থার মধ্যে ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দামে অস্থিরতা চলছে। অভ্যন্তরীণ আর্থিক সংকট সামাল দিতে অনেক দেশই আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কাছে ঋণ চাইছে।

বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানও আইএমএফের কাছে জরুরি তহবিল চেয়েছে। ঋণের বিষয়ে পাকিস্তান প্রাথমিক ঐকমত্যে পৌঁছালেও শ্রীলঙ্কা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে বাংলাদেশ গত শুক্রবার জ্বালানি তেলের দাম এক লাফে ৫০ শতাংশ বাড়িয়েছে। এছাড়া আমদানি ব্যয় কমানো, এলাকাভিত্তিক শিডিউল করে বিদ্যুৎ লোডশেডিং করা হচ্ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ফিনান্সিয়াল টাইমসকে বলেন, ‘সবাইকে এখন ভুগতে হচ্ছে। আমরাও চাপের মধ্যে আছি। তবে বাংলাদেশের শ্রীলঙ্কার মতো ঋণখেলাপি হওয়ার ঝুঁকি নেই। ওই রকম পরিস্থিতি হবে, সেটা ভাবারও কোনো কারণ নেই।’

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা বিআরআই প্রকল্পে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলার বা বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের ছয় শতাংশ বেইজিংয়ের কাছে পাওনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘ওই ঋণে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, প্রত্যাশা অনুযায়ী তার অনেকগুলো থেকেই অর্থ উঠে আসছে না। এর ফলে ঊর্ধমুখী মূ্ল্যস্ফীতি আর অর্থনীতির শ্লথগতির এই সময়ে উদীয়মান দেশগুলো আরও বেশি আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ছে।’

(ঢাকাটাইমস/০৯আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হবে: তথ্য প্রতিমন্ত্রী

সব বাধা অতিক্রম করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

দেশে ১৩ শতাংশ মানুষ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএমের কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়

জাহাজে হজযাত্রী পরিবহনের বিষয়টি ‘ইনকারেজ’ করছে না সৌদি: ধর্মমন্ত্রী

জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :