সৌদিতে নতুন শ্রম আইনে চাকরি বদলাতে পারবেন গৃহকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২২, ১১:৩৩| আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৩:৫৮
অ- অ+

সৌদি আরব শ্রম আইন সংশোধন করেছে। এর ফলে পুরোনো চাকরিদাতার অনুমতি ছাড়াই নতুন জায়গায় গৃহকর্মীরা চাকরি করতে পারবেন।

সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ আওতায় দেশটির নানা খাতে সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় শ্রম আইনে পরিবর্তন আনা হয়েছে।

আগের আইনে গৃহকর্মীদের অনুমতি বা না জানিয়েই তাদের মালিকানা পরিবর্তনের সুযোগ ছিল। গৃহকর্মী সেখানে যেতে অনিচ্ছুক থাকলেও বাধ্য হয়ে তার নতুন মালিকের অধীনে কাজ করতে হতো।

নতুন শ্রম আইনের পরিবর্তনের কারণে গৃহকর্মী চাইলেই চাকরিদাতা ব্যক্তি পরিবর্তন করতে পারবেন। চাকরিদাতা গৃহকর্মীর অনুমতি ছাড়া অন্যর কাছে গৃহকর্মীকে বদলি হিসেবে দিতে পারবেন না।

এছাড়া নিয়মিত বেতন-ভাতা না দিলে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করলে কর্তৃপক্ষের কাছে গৃহকর্মীরা অভিযোগ জানাতে পারবেন।

আর কোনো নিয়োগদাতা অনুমতি ছাড়া ওই কর্মীকে অন্য ব্যক্তির কাজে নিয়োজিত করে এবং শিক্ষানবিশ সময়ে তার চাকরির চুক্তি বাতিল করলে কর্তৃপক্ষ ওই নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা