মাতুয়াইলের ভাগাড় থেকে ডিএসসিসির ডাম্প ট্রাক চুরি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ০৯:৩০| আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:৩৩
অ- অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী একটি ট্রাক চুরি হয়েছে। রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড় থেকে গত ১২ আগস্ট রাতে এ চুরির ঘটনা ঘটে বলে দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

১৫ টন বর্জ্য পরিবহন করতে পারত দশ চাকার ডাম্প ট্রাকটি। হলুদ রঙের এ গাড়িটির নম্বর পরী ১০১। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের প্রতিদিনের বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্বক্ষণিকভাবে নিরাপত্তাকর্মী থাকেন। পুরো এলাকাটি সিসি ক্যামেরার অঅওতায়। এর মধ্যেও বড় এ ময়লাবাহী ট্রাক কীভাবে চুরি হয়ে গেল তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘শুক্রবার সকালে চালক মাতুয়াইল ভাগাড়ে বর্জ্য নামিয়ে গাড়ি রেখে চলে যান। রাতে চালক এসে দেখেন গাড়িটি নেই। এরপর সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কিছুক্ষণ আগে কেউ একজন গাড়িটি নিয়ে বেরিয়ে গেছেন ময়লার ভাগাড় থেকে। তবে তার চেহারা দেখা যায়নি ক্যামেরায়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা