ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কায় নোঙর করলো চীনা গুপ্তচর জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১২:৩৫| আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৩:০৯
অ- অ+

নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ সত্ত্বেও চীনের গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’ নোঙ্গর করা হয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এটি শ্রীলঙ্কার জলসীমায় গবেষণা চালাতে পারবে না, এই শর্তে জাহাজটি নোঙর করার অনুমতি দেওয়া হয়েছিল। খবর বিবিসির।

জাহাজটি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা চলছে কিছুদিন ধরে। শুরুতেই জাহাজটি নোঙর করা নিয়ে ঘোর আপত্তি ছিল ভারতের।

ভারত আগে উদ্বেগ প্রকাশ করে জায়েছিল, জাহাজটি তাদের কার্যকলাপের ওপর গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি ২২ আগস্ট পর্যন্ত চীন পরিচালিত বন্দরে থাকার অনুমতি দেওয়া হবে।

রয়টার্সের উদ্ধৃত বিদেশী নিরাপত্তা বিশ্লেষকরা ‘ইউয়ান ওয়াং ৫’ কে চীনের সর্বশেষ প্রজন্মের স্পেস-ট্র্যাকিং জাহাজগুলির একটি হিসাবে বর্ণনা করেছেন। এটি স্যাটেলাইট, রকেট এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়।

বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এটিকে ‘দ্বৈত-ব্যবহারের গুপ্তচর জাহাজ’ হিসাবে বর্ণনা করা হয়েছে। শিপিং অ্যানালিটিক্স ওয়েবসাইটগুলি এটিকে একটি গবেষণা এবং জরিপ জাহাজ বলে জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় যাওয়ার সময় জাহাজের ট্র্যাকিং সিস্টেম ভারতীয় স্থাপনাগুলিতে স্নুপ করার চেষ্টা করার সম্ভাবনা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন।

জুলাইয়ের শুরুতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, সরকার জাহাজের পরিকল্পিত সফর পর্যবেক্ষণ করছে। দিল্লি তার নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সফরের বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকারের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছিল ভারত।

এই মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় চীনকে জাহাজের বন্দর কল পিছিয়ে দিতে বলেছিল। সেইসঙ্গে এটিকে আরো পরামর্শ নেওয়া দরকার বলেও মন্তব্য করেছিল।

চীন প্রতিক্রিয়ায় জানিয়েছে, কিছু দেশের কারণে শ্রীলঙ্কাকে চাপ দেওয়ার জন্য তথাকথিত 'নিরাপত্তা উদ্বেগ' উদ্ধৃত করা সম্পূর্ণরূপে অযৌক্তিক। তবে কোনো দেশের নাম উল্লেখ করেনি চীন।

এরপরেই জাহাজটি নোঙর করার অনুমতি দেওয়ার বিষয়টি ঘোষণা করে শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা