শুক্রবার মুক্তি পাচ্ছে ‘পায়ের ছাপ’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮| আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯:০০
অ- অ+

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মাননুর পরিচালিত সিনেমা ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেঘলা মুক্তার। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (২২ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাইফুল ইসলাম মাননু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমুখ।

এতে ফরিদুর রেজা সাগর বলেন, ‘ইমপ্রেস টেলফিল্মের সিনেমা দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ লাক্সতারকারা সিনেমা করেছেন। পায়ের ছাপ-এর মাধ্যমে মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।’

পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, ‘ছবিটি দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। পায়ের ছাপের গল্প এই ভয়কে জয়কে গল্প দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্র এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।’

সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে মাননু বলেন, ‘পায়ের ছাপ দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায় সেটাই হবে এই সিনেমার স্বার্থকতা। এমন একটি কাজ করার সুযোগ দেয়ায় ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘পায়ের ছাপ’ প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোন একটা জায়গায় অতৃপ্তি কাজ করেছে। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরি। পায়ের ছাপ তেমনই একটি সিনেমা। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই সিনেমা করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক সিনেমাটি দেখলে জীবনের নতুন করে বাঁচায় মায়া পাবেন।’

ইতোমধ্যে ‘পায়ের ছাপ’র গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া।

নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। সংশ্লিষ্টরা জানান, এই সিনেমাটি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা ও অনুপ্রেরণা যোগাবে।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
From Cumilla to Global Influence: The Contributions of Prof. M. Kabir Hassan in Islamic Finance and Development Economics
চাঁদপুরে মুমূর্ষু লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের
নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
সাবেক সেনাপ্রধান হারুনের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা