রেজাল্ট খারাপ হওয়ায় ১০ তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় রাজধানীর শাহজাহানপুরে ফারজানা আক্তার মৌ নামের এক শিক্ষার্থী দশ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করতেন। সোমবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফারজানা আক্তার মৌর মামা মোস্তফা কামাল বলেন, আমার ভাগ্নি মৌ নবম শ্রেণির পরীক্ষা দিয়েছে। এবার দশম শ্রেণিতে ওঠার কথাছিল। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় আমি আমার ভাগ্নিকে নিয়ে দুপুরের দিকে স্কুলে যাই প্রধান শিক্ষকের কক্ষে ভর্তির বিষয়ে কথা বলতে। তখন শিক্ষক বলেন ও তিন বিষয়ে ফেল করেছে। ওকে ভর্তি নেওয়া যাবে না। ফেল করা বিষয়গুলো হচ্ছে গণিত, বাংলা ও বিজ্ঞান। তখন মৌ বলে, প্রধান শিক্ষকের ভাতিজি ফেল করার পরও তাকে ভর্তি নিয়েছে আমাকে কেন ভর্তি নেবে না।
পরে আমরা বাসায় চলে যাই। এরপরে আমাদের মালিবাগ মৌচাকের ১০তলা ভবনের ছাদে উঠে দেয়ালে লিখেছিল আমার বাঁচার ইচ্ছে ছিল, ভালো কিছু করব, আমার মৃত্যুর জন্য আমাদের হেডমাস্টার দায়ী।
মৃত ফারজানা আক্তার মৌ চাঁদপুর জেলার শাহারাস্তি থানার হারায়পাড়া গ্রামের আবু মুসার মেয়ে। মৌ তার পরিবারের সঙ্গে রাজধানীর শাজাহানপুর থানার ২৩৭/৩৮ মৌচাক মার্কেট সংলগ্ন নকশী ভিলার তৃতীয় তলায় বসবাস করতেন। তার তার বাবা সৌদি প্রবাসী।
শাজাহানপুর থানা উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মৌয়ের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকাটাইমস/২৬ ডিসেম্বর/এএ/ইএস

মন্তব্য করুন