সংসদ উপনেতার পিএস হলেন মোহাম্মদ শাহজালাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৩, ২০:১৩

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মোহাম্মদ শাহজালালকে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীর একান্ত সচিব (পিএস) হিসেবে বদলিপূর্বক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সংসদ উপনেতা মতিয়া চৌধুরী যতদিন এই পদে থাকবেন অথবা তিনি যতদিন মোহাম্মদ শাহজালালকে এই পদে রাখার ইচ্ছে পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে ।
ঢাকাটাইমস/২২জানুয়ারি/এএ/ইএস

মন্তব্য করুন