২৪ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা মানে অবৈধকে বৈধতা দেয়া: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:০৩

গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালে কেনো নির্বাচন হবে? আমরা কি তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত অনির্বাচিত সরকারকে বৈধতা দেব? আমরা যদি অচিরেই এ সরকারের বিদায় ঘটাতে না পারি তাহলে জনগণের চলমান আন্দোলন নিস্তেজ হয়ে যাবে।

তিনি বলেন, জনগণের জাগরণ ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। এখন প্রয়োজন কর্মসূচি। তবে, হরতাল কর্মসূচি দেয়া যাবে না। হরতাল দেব আমরা, গাড়ি পুড়বে, মানুষ পোড়াবে আওয়ামী লীগ। বোমা মেরে পুলিশ মারবে আওয়ামী লীগ। আর মামলা দেবে বিরোধী নেতাকর্মীদের নামে।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা যেন এই লক্ষ্য থেকে সরে না যাই। কারণ, এই সরকারের বৈশিষ্ট হচ্ছে, জনগণ যখনই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তারা জনগণের দৃষ্টিকে প্রভাবিত করতে নানা ধরনের ইস্যু তৈরি করে।

নুর বলেন, সরকার আমাদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যাতে আমরা বিভিন্ন পক্ষ-বিপক্ষ করে আলাদা হয়ে যাই। আমাদেরকে বুঝতে হবে এটা তাদের চাল। এ চালে কোনোভাবেই পা দেওয়া যাবে না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :