বিভিন্ন অপরাধে ঢাবির নাজমুলসহ ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ২৩:২৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড। এছাড়াও বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ১১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বোর্ড।

বুধবার বোর্ডের এক সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত নির্ধারণী ফোরাম আসন্ন সিন্ডিকেটের সভায় এটি চূড়ান্ত করা হবে।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে জিম নাজমুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে নারী লাঞ্ছনাসহ অন্য অপরাধে যুক্ত থাকায় তাকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয় বলে সভাসূত্রে জানা গেছে।

এ ছাড়া অ্যালকোহল গ্রহণ করায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তিন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়। বাকি শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষায় নকল করা সংক্রান্ত কারণে শাস্তির সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, একজনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নকলের কারণে ১০৯ জনকে ২-৪ বছর মেয়াদে শাস্তি এবং উচ্ছৃঙ্খল আচরণের জন্য দুইজনকে দুই বছর ও দুইজনকে একবছর শাস্তির সুপারিশ করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

শেকৃবি হলের ১০ তলা থেকে পড়ে ছাত্রী আহত

হঠাৎ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিপত্নী ড. রেবেকা, হলেন প্রধান উপদেষ্টা

রাবিতে সভাপতির কক্ষে তালা মেরে শিক্ষার্থীদের আমরণ অনশন

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, পুলিশ মোতায়েন

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

ডিসিকে ‘স্যার’ বলতে বাধ্য করায় বেরোবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হওয়ার প্রস্তুতির আহ্বান মেয়র টিটু

সার্জারি করে ছাত্রলীগ থেকে বিষফোঁড়া বের করতে হবে: ওবায়দুল কাদের

‘গুচ্ছ থেকে সুনাম ক্ষুণ্ন জবির’ দাবি শিক্ষক সমিতির

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদর্শবান আইনজীবীর বিকল্প নেই, ইউআইটিএসে অ্যাটর্নি জেনারেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :