টাঙ্গাইলে জ্বীনের বাদশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:০১

টাঙ্গাইলে জ্বীনের বাদশা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪ ও ৮)। সোমবার সকালে ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের র‌্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত জ্বীনের বাদশা ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার চকঢোষ এলাকার বাসিন্দা আবুল কাশেম মাতাব্বরের ছেলে কবিরাজ আকবর আলী ওরফে রাশেদ মাতাব্বর (২৭) ও তার সহযোগী একই এলাকার জলিল মাতাব্বরের ছেলে মিরাজ (২৮)।

র‌্যাব জানায়, গত বছরের ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে জ্বীনের বাদশা কবিরাজ আকবর আলী বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর জ্বীনের বাদশা আকবর আলী মোবাইল বন্ধ করে দেয়। এক পর্যায়ে ভুক্তভোগী ওই গৃহবধূ র‌্যাবের কাছে অভিযোগ দেয়। পরে টাঙ্গাইল র‌্যাব-১৪ ও ভোলা র‌্যাব-৮ প্রতারকচক্রকে গ্রেপ্তারে যৌথ অভিযানে নামে। বিভিন্ন জায়গায় অভিযানের পর ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে মূল অভিযুক্ত কবিরাজ আকবর আলী ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, তাদের টার্গেট ছিল গ্রামের সহজসরল সাধারণ মানুষ। এসব মানুষকে ফাঁদে ফেলে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় সোমবার (৩০ জানুয়ারি) মামলা দায়ের করেন। আসামিদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ

কুমিল্লায় আ.লীগের দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

হাসপাতালে নারীকে মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

প্রাণ গেল ১৫ মাস বয়সী শিশুর, পরিবারের ধারণা তীব্র গরমে মৃত্যু

বিশ্ব পরিবেশ দিবসে নান্দাইলে স্টেপ এ্যাহেড বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি

গোপালগঞ্জে ভয়াবহ লোডশেডিং, অতিষ্ঠ নগরবাসী

মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের এক বছরেও হয়নি উদ্বোধন

লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার

লোহাগড়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :