রাজধানীতে তরুণীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৮| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭
অ- অ+

রাজধানীতে রিকশায় আরোহী এক তরুণীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা। এতে ওই তরুণীর কানের কিছু অংশ ছিঁড়ে গেলে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবাজারের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই তরুণীর নাম প্রীতি রাণী দাস। তিনি সাতক্ষীরার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ডিপ্লোমা কোর্স শেষে ছয় মাসের ইন্টার্ন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

প্রীতি রাণীর বাবা বলাই চন্দ্র দাস বলেন, আমার সঙ্গে রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীরা পেছন থেকে এসে মেয়ের বাম কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, আমার মেয়ের কয়েকজন সহপাঠী মিলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বাসা নিয়েছে। আজ তাকে ওই বাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মেয়েটির কানের কিছু অংশ ছিঁড়ে গেছে। তাকে নাক-কান-গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন,সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা