আফগানিস্তান ও সিকিমে ৪.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, সোমবার সকালে আড়াই ঘণ্টার ব্যবধানে সিকিম এবং আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ৪৭ মিনিটে আফগানিস্তানের ফয়জাবাদের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ভোর ৪টা ১৫ মিনিটে সিকিমের ইউকসোম শহরের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার গভীরে একই মাত্রার ভূমিকম্পগুলো আঘাত হানে।

এক মাসের মধ্যে আফগানিস্তানের এটি দ্বিতীয় ভূমিকম্প। এর আগে ২২ জানুয়ারি সকালে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

তবে উভয় অংশেই তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সিকিমের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে নগাঁও জেলায় এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি উচ্চ ভূমিকম্পের অঞ্চলে পড়ে এবং প্রায়ই এই অঞ্চলে ভূমিকম্প হয়। এদিকে, তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পরে উদ্ধারকারীরা রবিবার ধ্বংসস্তূপ থেকে আরও জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে। সবশেষ খবর পর্যন্ত দেশ দুটিতে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :