নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়-বন্যার পর এবার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৪

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় ও বন্যার পর এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ওয়েলিংটন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি অন্তত ৩০ সেকেন্ড স্থায়ী হয় বলে জানা গেছে। খবর- নিউজিল্যান্ড হেরাল্ডের।

এতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তি হয় প্যারাপারউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৪৮ কিলোমিটার গভীরে।

এদিকে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, এ ঘটনায় সুনামির কোনো শঙ্কা নেই। তবে আফটার শকের (মূল ভূমিকম্পের পরের কম্পন) আশঙ্কা এখনো আছে।

অপরদিকে সন্ধ্যার ওই ভূমিকম্প আঘাত হানার পর কিছুক্ষণ পরে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প তাউমারুনুই থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রসঙ্গত, এর আগে দেশটিতে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর ব্যাপক বন্যা দেখা দেয়। এর ফলে বিভিন্ন অঞ্চলে ভূমিধ্বস হয়েছে। মঙ্গলবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে নিউজিল্যান্ড।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :