ভার্জিন গ্রেড সরিষার তেল উৎপাদনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস আয়োজন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৩

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্প এর আওতায় ‘‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প-এর উদ্যোগে ১৫ জানুয়ারি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামে উচ্চ ফলনশীল জাতের বারি সরিষা-১৭ এবং বারি সরিষা-১৮ চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস আয়োজন করা হয়েছে।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

মাঠ দিবসে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান, এসডিসি। অতিথি ছিলেন- স্বপন কুমার বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোয়ালমারী, ফরিদপুর।

তিনি বলেন, বারি-১৮ এর ফলন বেশি , বীজ তেলের পরিমাণ ৪০-৪২% এই সরিষাতে ক্ষতিকর ইরুসিক এসিড নেই বললেই চলে।

এছাড়াও আবু বক্কর সিদ্দিক- উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষিবিদ লিয়াকত আলী-প্রোগ্রাম ম্যানেজার, এসডিসি, শাহীন আলম- প্রোজেক্ট ম্যানেজার, আরএমটিপি-সরিষা উপ- প্রকল্প, উপকরণ সরবরাহকারী, সরিষা পাইকার, আড়দদার, তেল উৎপাদনকারী উদ্যোক্তাসহ এলাকার সরিষা উৎপাদনকারী কৃষকরা।

ওই গ্রামের প্রদর্শনী কৃষক দবির শেখ বলেন, তিনি ৬০ শতক জমিতে বারি সরিষা-১৮ চাষ করেছেন যা একেবারে নতুন। তিনি এই প্রদর্শনী প্লট এ ভার্মি কম্পোস্ট, বায়োডার্মা, পরিমিত রাসায়নিক সার ও জৈব পেস্টিসাইড ব্যবহার করেছেন।

প্রকল্পের উদ্যোক্তা কাওসার মোল্লা বলেন, তিনি তালিব সরিষার তেল (ভার্জিন গ্রেড) নামে বাজারজাতকরণ করবে যা ইতিপূর্বে বিএসটিআই মান সনদের জন্য আবেদন করা হয়েছে এবং তিনি এইসব জাতের সরিষা ক্রয় করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।

উপস্থিত সরিষা চাষিরা ভবিষতে আরও বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :