দেড় কোটি টাকার স্বর্ণ ছিনতাই: উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের এক দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন, মো. তোফিক খান সাদিদ কোনো দিন রাজনীতির সঙ্গে জড়িত না থেকে চাচার বদৌলতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে তিনি ওয়ার্ড পর্যায়েরও কোনো কমিটিতে ছিলেন না।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাসেল মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী কুমিল্লা থেকে পরিবহণযোগে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় ছিনতাই হয়। পরে রাসেল মিয়া বাদী হয়ে মধুখালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে মধুখালী থানা পুলিশ রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে মো. তৌফিক খান সাদিদকে গ্রেপ্তার করে। সোমবার তার রিমান্ড চেয়ে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :