গাজীপুরে যুবককে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ৫

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪

ইন্টারনেট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- তাহের (২৩), সাগর (১৯), নাঈম (১৯), হাসনাইন (২২) ও রাকিব (২৬)।

পুলিশ বলছে, পলাতক আসামি মূলহোতা শামী সরকারকে ধরতে অভিযান চলছে। শামী টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকারের ছেলে।

অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে স্থানীয় আজিজুল হাকিমের সঙ্গে অভিযুক্তদের বিরোধ ছিল। গত ২০ ফেব্রুয়ারি মিতালী পাম্পের বাম পাশে ইন্টারনেট ব্যবসায়ী আজিজের কর্মচারীরা বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ মেরামত করতে যান। এসময় গ্রেপ্তার ৫ জনসহ অপর অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি কর্মচারী রাকিবের মই কেড়ে নেয়ার জন্য জোর করলে অপর কর্মচারীরা বাধা দেয়। এসময় বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রাকিবকে জখম করে। ঘটনাস্থলে অপর কর্মচারী আকিব তার আপন ছোট ভাই রাকিবের এমন অবস্থা দেখে বিবাদীদের ঠেকাতে যান। এসময় আকিবকে মারধর করে অভিযুক্তরা অপর আসামি শামী সরকারের টঙ্গী বাজার এলাকার ইন্টারনেট ব্যবসায়িক অফিস কক্ষে নিয়ে যায়। পরে সেখানে সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত আটকে রেখে বিভিন্ন কায়দায় নির্যাতন করেন অভিযুক্তরা। এসময় তাকে বিবস্ত্র করে স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও করে এবং ৫ লাখ টাকা চাঁদার দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছেড়ে দিয়ে সম্মানহানির হুমকি দেন আসামিরা। পরের দিন এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ইন্টারনেট ব্যবসায়ী আজিজুল হাকিম। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার ও অশ্লীল ভিডিও ধারণকৃত মোবাইলটি উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :