আসছে চঞ্চল-ভাবনা-মাহিদের ‘ওভারট্রাম্প’

বিনোদন প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৩
অ- অ+

ঢাকা টু কলকাতা, চঞ্চল চৌধুরীর ব্যস্ততা এখন তুঙ্গে। এখানে যেমন নিয়মিত সিনেমা-সিরিজ করছেন, আবার কলকাতায়ও ডুব দিচ্ছেন নতুন নতুন প্রজেক্টে। এমন ব্যস্ততার ফাঁকে নতুন চমকে নিয়ে হাজির হলেন চঞ্চল। ডার্ক কমেডি ধাঁচের একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। যেটার নাম ‘ওভারট্রাম্প’।

এই সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে এর পোস্টার। যেখানে চঞ্চল একা নন, তার সঙ্গে দেখা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, এফএস নঈমসহ আরও কয়েকজন তারকা।

সিরিজটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। আমার চরিত্রে চমক থাকছে, এটুকুই বলতে পারি আপাতত।’

অভিনেত্রী ভাবনা কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, ‘ওভারট্রাম্প’-এ আমার চরিত্রের নাম রমা। তার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আমি বরাবরই চেষ্টা করি প্রতিটি চরিত্রে নিজের সর্বোচ্চটা দিতে। এখানেও সেটা অব্যাহত আছে। বাকিটা দর্শক বিবেচনা করবেন।’

সামিরা খান মাহি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ার সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ, উনি তো অনেক বড় মাপের অভিনেতা। তবে উনি এতো বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে তার সঙ্গে অভিনয় করছি। এছাড়া ভাবনা আপু, নাঈম, মনওয়ার ভাইসহ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক হেল্পফুল। ভালো একটা টিম ছিল। সবকিছু মিলিয়ে নির্মাতা বাশার ভাই যেটা বানিয়েছে সেটা দুর্দান্ত।’

ওয়েব সিরিজটি সম্পর্কে নির্মাতা বাশার জর্জিস জানান, এর গল্পটি তিনি করোনা মহামারির সময়ে লিখেছেন। শুটিং করতে গিয়ে অবশ্য একটু ভড়কে গিয়েছিলেন। তার ভাষ্য, ‘এই সিরিজে শিল্পীদের সঙ্গে কাজ করে চরম মেজাজ খারাপ লেগেছে। মানে ওরা এত বেশি সিরিয়াস যে, আমি নিজেই ভড়কে গেছি। যাহোক, সবার সুন্দর প্রচেষ্টায় কাজটি হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।

সিরিজটির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকেই। শিগগিরই এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা