আ.লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমিনুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ০১:২৪

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, ক্ষমতায় থাকাকালে দুর্নীতি, স্বজনপ্রীতি, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিরোধী দলের অগণিত নেতাকর্মীদের হত্যা করে জঙ্গিবাদের উত্থানের ঘটিয়ে যে বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। তারা বিগত ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন অভিযাত্রায় জনবিচ্ছিন্ন এবং দিশেহারা হয়ে এখন নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জানে আগামী ভোটযুদ্ধে তাদের কোন নেতা নেই। সংসদীয় গণতন্ত্রে পরবর্তী প্রধানমন্ত্রীকে সামনে রেখেই সব কিছু পরিচালিত হয়। বিএনপির দুই প্রধান নেতাই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। তারা নির্বাচন করার সুযোগ পাবেন না। তাই নেতাহীন, নেতৃত্বহীন বিএনপি। তাই সাংবিধানিক পথে নির্বাচনে না এসে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই নেতাহীন-দিশাহীন বিএনপি দেশকে কিছু দিতে পারবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, তাই দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশকে উন্নয়ন অভিযাত্রায় ধারাবাহিক দেখতে চায়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে আবারও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান তিনি।

এই সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী।

ঢাকাটাইমস/৪মার্চ/জেএ/এলএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :