ত্রিশালে চেয়ারম্যানের ছেলের অনুসারীকে দেড় লক্ষ টাকা জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ২০:৩৪

ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে সরকারি খাল খনন করে মাটি বিক্রি করার দায়ে মোক্ষপুর ইউনিয়নের চেয়ারম্যান ছামছুদ্দিনের ছেলে মজনুর অনুসারীর কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।

জানা যায়, প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই ক্ষমতার দাপট দেখিয়ে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের চেয়ারম্যান ছামছুদ্দিনের ছেলে মজনু দীর্ঘ দিন যাবত অবৈধভাবে চৌহার খালের মাটি ভেকু দিয়ে কেটে বিক্রি করে আসছিল। মাটি খনন বা বিক্রির কোন অনুমতি পত্র ছিল না তাদের কাছে। এ বিষয়ে কিছুই জানত না স্থানীয় প্রশাসন। আইন অনুযায়ী, খাল-বিল, নদী-নালা খনন করলে বিআইডব্লিও কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের অনুমতি লাগে। কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারি খালের মাটি বিক্রি করার অপরাধে সোমবার রাত ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চৌহার খাল থেকে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :