মাদারীপুরে বাসদুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৫:০৪
অ- অ+

মাদারীপুরে শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে ২০ জন নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্বব কুমার হাজরাকে প্রধান করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার দুপুরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চালকের বেপরোয়া গতিসহ বাসের ইঞ্জিন ত্রুটিকে এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।’

এরআগে রবিবার সকাল ৮টার দিকে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বাসচালকসহ ১৪ যাত্রীর মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৬জনের মৃত্যু হয়।

পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি প্রবৃদ্ধি: আইএমএফ
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে সরাসরি রোমে যাবেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা