প্রতারণার অভিযোগ: অবাক রিয়াজ, বললেন সব ভিত্তিহীন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৩, ০৯:৫০

ঢালিউডের জনপ্রিয় নায়ক ও শিল্পী নেতা রিয়াজ আহমেদের নামে প্রতারণার লিখিত অভিযোগ করেছেন হারুনুর রশীদ কাজল নামে এক নির্মাতা। এতে বেশ অবাক হয়েছেন অভিনেতা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দাবি করলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।

রবিবার রাতে গণমাধ্যমকে রিয়াজ বলেছেন, ‘আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশীদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না।’

তার যুক্তি, ‘এখানে কোম্পানির সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে চুক্তি হয়েছে আর্টিস্ট হিসেবে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন, সেটা তো আমার বিষয় নয়। আমি এখানে কীভাবে এলাম বুঝতে পারছি না।’

রিয়াজ জানান, ‘আমি একজন শিল্পী। হারুনুর রশীদ কাজল যদি আমাকে কাজের জন্য প্রস্তাব দেন, সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই।’

এর আগে শনিবার (০১ এপ্রিল) দুপুরে রিয়াজের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন নির্মাতা হারুনুর রশীদ কাজল।

ওই নির্মাতার দাবি, তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর কেমিক্যাল লিমিটেডের থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন।

দুই পৃষ্ঠার লিখিত পত্রে অভিযোগকারী উল্লেখ করেন, রিয়াজ তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তুলে বিজ্ঞাপনগুলো নিজের দখলে নেন। ফলে রংপুর কেমিক্যাল লি. প্রতিষ্ঠানের থেকে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।

আর্জি জানিয়ে ওই নির্মাতা লিখেছেন, আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি।

সেই সঙ্গে তার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ দায়িত্ব ফিরিয়ে পাওয়ার আকুল আবেদন জানিয়েছেন ওই নির্মাতা। তিনি লিখেছেন, ‘এমন অমানবিক কর্মকাণ্ড করা ও আমার মানসম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

রিয়াজ বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব সামলাচ্ছেন। যদিও তিনি ভোটে জিতেননি। বিপক্ষ প্যানেলের এক জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় তাকে কমিটিতে রাখা হয়েছে। সেই রিয়াজের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ। কী হয়, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :