তারুণ্য নির্ভর দলের এতদূর আসা দারুণ ব্যাপার: ওডেগার্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২৩, ১৭:০২

চলতি মৌসুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছিলো আর্সেনাল। কিন্তু হঠাৎ ভুলে শিরোপার স্বপ্ন প্রায় শেষ গানার্সদের। এরপরও সিটির ঘাড়ে নিশ্বাঃস ছাড়ছে আর্সেনাল। তারুণ্য নির্ভর এই দলটি এতদূরে আসার ব্যাপারটি দারুণ বলে মন্তব্য করেছেন মার্টিন ওডেগার্ড।

রবিবার রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে ফ্যাবিয়ান শারের আত্মঘাতী গোল ও মার্টিন ওডেগার্ডের লক্ষ্যভেদে স্বাগতিক নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে গানার্সরা। এই জয়ে শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে ফের চাপে ফেলল এক পয়েন্টে পেছনে থেকে ২য় স্থানের ক্লাবটি।

একমাস আগেও আট পয়েন্টের ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু প্রিমিয়ার লিগে বিগত ৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে ক্লাবটি। যে কারণে শিরোপার দৌঁড় থেকে কিছুটা পিছলে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা।

ম্যাচ শেষে ওডেগার্ড বলেন,‘আমাদের মতো তারুণ্য নির্ভর দলের এখানে আসা দারুণ ব্যাপার। আমরা যা করেছি তা করাটা ছিল বিশাল। এর দ্বারা প্রমাণিত হয় আমরা অনেক দূর যেতে পারব।’

(ঢাকাটাইমস/০৮মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :