বিএসএমএমইউতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৩, ২৩:৪৫| আপডেট : ১৮ মে ২০২৩, ২৩:৪৬
অ- অ+

‘সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘদিন সুস্থ থাকুন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগ। শোভাযাত্রাটির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে ১৫০ কোটি লোক ও বাংলাদেশে প্রায় ৩ কোটি লোক উচ্চ রক্তচাপে ভুগছেন। রক্তচাপ আক্রান্ত ১৪% মানুষ তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। দেশে প্রতি ৫ জনে ১ জন যা মোট জনসংখ্যার ২১ শতাংশ হাই প্রেসার বা উচ্চ রক্তচাপে আক্রান্ত। এর কিডনি, লিভার নষ্ট হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানান ধরণের অসুখের কারণ উচ্চ রক্তচাপ। মাসে অনন্ত দুবার প্রেসার মাপতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন,উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। এর কারণে নানান জটিল রোগের সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে।

শারফুদ্দিন আহমেদ বলেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত ৫০% মানুষ তারা তাদের রোগ সম্পর্কে জানেন।বাকি ৫০% মানুষ তাও জানে না। খাদ্য তালিকা থেকে লবণ বাদ দিতে হবে। ধূমপান করব না, স্ট্রেস নেবো না, মোবাইল চালানো সীমিত করতে হবে। মোবাইল বেশি ব্যবহার করার ফলে মানুষ অলস হয়ে পড়ছে।সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।এতে করে মানুষ দুশ্চিন্তাগ্রস্থ হচ্ছে।

বিএসএমএমইউর উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে নানান উদ্যোগ বাস্তবায়িত হবার আমাদের দেশের মানুষের গড়ায়ু ৭৩ বছর হয়েছে। তার শতায়ূ কামনা করছি।

এ সময় বিএসএমএমইউর উপ-উপাচার্য মো. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান এ কে এম ফজলুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ গ্রন্থাগারিক হারিসুল হক, হৃদরোগ বিশেষজ্ঞ হল প্রভোস্ট অধ্যাপক এস এম মোস্তফা জামান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. রসুল আমিন, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জহুরা প্রমুখসহ কার্ডিওলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮মে/এএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সন্তোষ
দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা আজ
নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ দিল চীনা দূতাবাস
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা