দুপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষে ২ প্রাণহানি, আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৩, ০৯:৩৬| আপডেট : ২০ মে ২০২৩, ০৯:৪১
অ- অ+

কুষ্টিয়ার হরিপুরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে ওমর আলী (৬৪) ও মিরাজ হোসেন (৪৬) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত ৮টার দিকে জেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ কান্তিনগর ভূতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালদহ কান্তিনগর মোড়ে স্থানীয় আব্দুল মান্নান ও সাহেব আলী গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ১০-১২ জন গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে ওমর আলী নামে একজনের মৃত্যু হয়। রাত দশটার দিকে মিরাজ হোসেন নামে আরও একজন মারা যান। নিহত দুজন দুই গ্রুপের বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: চারতলা ভবনে আটকেপড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা