আবিষ্কৃত হলো বিশেষ এক রক্ত পরীক্ষা, ধরা পড়বে ৫০ রকমের ক্যানসার!

বহু বছর ধরে ক্যানসার মরণব্যাধি হিসেবেই পরিচিতি চিকিৎসকসহ সাধারণ মানুষের কাছেও। এই রোগ নির্ণয়ের মূল সমস্যা হলো, ঠিক সময়ে ধরা না পড়া। ক্যানসারের পরীক্ষা থেকে চিকিৎসা সবটাই বেশ ব্যয়বহুল। সে কারণে আরও অধরা থেকে যায় রোগটি।
বিশেষজ্ঞদের কথায়, রোগটি দীর্ঘ সময় ধরা পড়ে না বলেই শরীরে গেঁড়ে বসে। তার ফলেই ঘনিয়ে আসে বড় বিপদ।
তবে সম্প্রতি একটি বিশেষ রক্ত পরীক্ষা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এই পরীক্ষাটি করে নিলেই ক্যানসার আছে কিনা তা জানা যাবে। ক্যানসার এক রকম হয় না। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর নির্ভর করে এই রোগের নামকরণ করা হয়। ক্যানসার রোগেরও তেমনই অনেক ধরন আছে। বিজ্ঞানীদের আবিষ্কৃত এই পরীক্ষাটি ৫০টি ক্যানসার রোগ শনাক্ত করতে সক্ষম।
অধিকাংশ সময়েই ক্যানসার রোগটির উপসর্গ আর পাঁচটি রোগের মতোই। এই উপসর্গগুলো প্রায়ই এড়িয়ে যান রোগীরা। এর ফলে রোগ ভেতরে ভেতরে সাম্রাজ্য বিস্তার করে।
বিশেষজ্ঞদের কথায়, যে অঙ্গে ক্যানসার শুরু হচ্ছে, সেই অঙ্গে থাকাকালীন রোগের উপসর্গ অনেকেই এড়িয়ে যান। বেশিরভাগ সময়ে দেখা যায়, রোগ অন্য অঙ্গে ছড়াতে শুরু করলেই রোগী সচেতন হন। কিন্তু ততক্ষণে ক্যানসার তৃতীয় পর্যায়ে পৌঁছে যায়।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা এই বিশেষ রক্ত পরীক্ষা আবিষ্কার করেছে। প্রাথমিকভাবে ৫০০০ রোগীর রক্ত নিয়ে গ্যালেরি নামের পরীক্ষাটি করা হয়। এই রোগীদের প্রত্যেকেরই কিছু সন্দেহজনক উপসর্গ ছিল।
দেখা যায়, রক্ত পরীক্ষাটি অধিকাংশ রোগীর ক্যানসার সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। ৮৫ শতাংশ ক্ষেত্রেই পরীক্ষার ফলাফল নির্ভুল আসে। শুধু তাই নয়, এরপর ক্যানসারের প্রচলিত পরীক্ষাও করা হয়েছিল। সেই পরীক্ষায় দেখা যায়, রক্ত পরীক্ষায় আসা ফলাফল ৭৫ শতাংশ ক্ষেত্রে একেবারে নির্ভুল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিশেষ সমীক্ষাটি করা হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সিকাগোতে আমেরিকান সোসাইটি অব ক্লিনিকাল অঙ্কোলজির বার্ষিক সভায়।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ক্যানসার হলে রক্তের মধ্যে টিউমার কোষের ডিএনএ থাকার সম্ভাবনা থাকে। সেই ডিএনএ-কেই শনাক্ত করতে পেরেছে রক্ত পরীক্ষা।
তবে বিজ্ঞানীদের কথায়, এ নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা বাকি। রক্ত পরীক্ষাটিকে আরও উন্নত করতে গবেষণা চলমান রেখেছেন বিজ্ঞানীরা।
(ঢাকাটাইমস/৭জুন/এজে)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

২৪ ঘণ্টায় সাতজনের করোনা শনাক্ত

এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ১৪, নতুন রোগী ২৪২৫

এক দিনে ডেঙ্গুতে আটজনের মৃত্যু, নতুন রোগী ১৭৯৩

ক্যানসার আর ডায়াবেটিসের যম বেদানা! হার্ট-কিডনিও থাকে ভালো

এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৯, নতুন রোগী ২৩৫৭

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

২০২২ সালে সাড়ে চার লাখের বেশি রোগী বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেয়েছে

ডায়াবেটিসের মহৌষধ ডাঁটা! কমে হাই প্রেসারসহ নানা রোগের বাড়বাড়ন্ত

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৫০
