বগুড়ার ধুনটে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ২০:১৫

বগুড়ার ধুনটে প্রতিবেশীর মারপিট ও ছুরিকাঘাতে দুই সন্তানের জনক আকুল (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার বাবা মোহাজ্জেল হোসেনও গুরুতর আহত হন।

মঙ্গলবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের গুচ্ছগ্রাম এলাকায় নানা আসাদের বাড়িতে বসবাস করতো আকবর হোসেনের ছেলে মনির হোসেন ওরফে মোনেজ (২৩)। মোনেজের মুরগীর খামারের পাশেই চুলা বসিয়ে রান্নার কাজ করতো মৃত নুরু শেখ ওরফে নুর মোহাম্মাদের বৃদ্ধা মেয়ে ফাতেমা খাতুন (৬০)। ফাতেমা খাতুনের স্বামী আজাহার শেখের মৃত্যুর পর বাবার বাড়িতে বসবাস করতেন। রান্না চলাকালিন চুলার তাপ ও ধোঁয়ার কারনে মুরগির সমস্যা হওয়ায় ঘটনার দিন সন্ধ্যায় ফাতেমার সাথে মোনেজের কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে মোনেজ ফাতেমাকে লোহার রড দিয়ে বেধরক মারধর করে। খবর পেয়ে ফাতেমার প্রতিবেশি মোহাজ্জেল হোসেনের ছেলে আকুল রাত সাড়ে ৮টায় ঘটনার বিষয়টি জানতে যায়। তখন মোনেজ ক্ষিপ্ত হয়ে আকুলের সাথেও একই বিষয় নিয়ে ঝগড়া ও মারপিট করে। এর একপর্যায়ে মোনেজ ধারালো ছুরি দিয়ে আকুলকে আঘাত করে। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে বাবা মোহাজ্জেল (৫৬) এগিয়ে এলে তাকেও মারপিট ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই আকুলের মৃত্যু হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মোনেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মোহাজ্জেল হোসেনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোনেজকে মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর উপজেলার চান্দাইকোনা বগুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামির দেয়া তথ্য অনুযায়ী বুধবার ঘটনাস্থলের তার বাড়ির পাশের ঝোপের ভেতর থেকে হত্যার কাজের ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দোহাজারী-কক্সবাজার পরীক্ষামূলক ট্রেন যাবে ১৫ অক্টোবর

মৌলভীবাজারে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

পলি জমে বন্ধের পথে উপকূলের একমাত্র নদী, মৎস্য বন্দর হুমকির মুখে

বগুড়ায় বেতন-ভাতার দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ: সুফি মিজান

বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমানের দাফন সম্পন্ন

গজারিয়ায় সুপেয় পানির সংকটে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সুনামগঞ্জে অটোচালক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

শান্তি পেতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে: এমপি মকবুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :