বরিশালে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুন ২০২৩, ১৬:১৯ | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৬:১৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন ভোট গণনা শুরু হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আশা করি কিছুক্ষণের মধ্যে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

এবার বরিশাল সিটিতে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার থাকলেও ভোটার উপস্থিতি ছিল কম।

ভোট চলাকালে কয়েকটি ভোট কেন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল প্রার্থীদের।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ২২নং ওয়ার্ডের ছাবেরা খাতুন স্কুল ভোট কেন্দ্রে কথা কাটাকাটির জেরে হাতপাখার প্রার্থী ফয়জুল করিমসহ কয়েকজনকে পিটিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।

এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম।

তার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১২জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :