বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুন ২০২৩, ২১:১২ | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ২০:০০

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয় লাভ করলেন যারা।

১ নম্বর ওয়ার্ডে আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে ফারুক মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ আবি, ৫ নম্বর ওয়ার্ডে কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে অ্যাড রফিকুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৮ নম্বর ওয়ার্ডে সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির লিঙ্কু, ১০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদিন।

১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন রয়েল, ১৩ নম্বর ওয়ার্ডে মেহেদি পারভেজ খান আবির, ১৪ নম্বর ওয়ার্ডে শাকিল আহমেদ পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে সামজিদুল কবির বাবু, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ডে আক্তরুজ্জান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক মাসুম, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব।

২১ নম্বর ওয়ার্ডে সাঈদ আহমেদ মান্না, ২২নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডে সুলতান মাহামুদ, ২৬ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে মনির তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে ইমরান মোল্লা, ৩০নম্বর ওয়ার্ডে খায়রুল শাহিন।

এছাড়া সংরক্ষিত মহিলা হলেন, ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ডালিয়া পারভিন, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে আলম তাজ, ৭, ৮, ৯ ওয়ার্ডে কোহিনূর বেগম, ১০,১১,১২ আয়েশা তৌহিদ লুনা, ১৩,১৪,১৫ ওয়ার্ডে ইসরাত জাহান লাভলি , ১৬,১৭,১৮ মজিদা বোরহান, ১৯,২০,২১নম্বর ওয়ার্ডে শিলা আক্তার, ২২,২৩,২৭ ওয়ার্ডে রেশমি বেগম, ২৪,২৫,২৬ ওয়ার্ডে সেলিনা আক্তার, ২৮,২৯,৩০নম্বর ওয়ার্ডে রাশিদা পারভিন।

এবারে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়াই করেছেন ১১৬ জন এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী।

মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/১২জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :