সালাম মুর্শেদীর দুর্নীতি অনুসন্ধানে দুদককে শেষবার সময় দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ জুন ২০২৩, ১৪:৫৭ | প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ১৪:৪৫

সংসদ সদস্য ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধান ২০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে দুদককে শেষবাবের মতো সময় দিলেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চ এ সময় বেধে দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান আদালতের কাছে সময় আবেদন করে জানান, অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে।

মামলার নথি থেকে জানা যায়, সালাম মুর্শেদী রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত একটি বাড়ি দখল করে বাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজউকের কাছে জানতে চাইলেও সংস্থাটি কোনো জবাব দেয়নি।

গত ১২ ডিসেম্বর খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি সংক্রান্ত নথি ও প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এই বাড়ির অনুসন্ধান রিপোর্ট ২ মের মধ্যে দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৩০ এপ্রিল ৩০ দিনের সময় চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।

দুদকের পক্ষ থেকে বলা হয়, এ মামলায় ১৯৬০ সাল থেকে নথি পর্যালোচনা করতে সময় প্রয়োজন। যার পরিপ্রেক্ষিতে ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

গত ২ মে সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন ১৪ জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট।

(ঢাকাটাইমস/১৪জুন/এএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :