হল বুকিংয়ে শাকিবের ‘প্রিয়তমা’র পরেই অপুর ‘লাল শাড়ি’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০২৩, ১৭:৪২ | প্রকাশিত : ২৩ জুন ২০২৩, ১৬:৫৮

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদে মুক্তি প্রতিক্ষিত হাফ ডজন সিনেমার মধ্যে হল বুকিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘লাল শাড়ি’। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশকের দায়িত্বে থাকা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

বৃহস্পতিবার রাজধানীর ‘একটি রেস্টুরেন্টে লাল শাড়ি’ মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান অভি। এসময় সিনেমার পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

অভি বলেন, ‘ঈদে আরও বেশকিছু সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। এগুলোর মধ্যে স্বাভাবিক ভাবেই শাকিব খানের প্রিয়তমা বেশি হল পাবে। তার পরই ‘লাল শাড়ি’র অবস্থান। আমরা ইতোমধ্যে ৩০-এর কাছাকাছি হল পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি যেহেতু গল্পনির্ভর ও সামাজিক সিনেমা, সে জন্য হল নিয়ে আমরা প্রথমে একটু শঙ্কায় ছিলাম। কিন্তু এতগুলো হল পাওয়ার পর আমাদের সেই ভয়টা কেটে গেছে।’

মফস্বলের একটি তাঁতপল্লীকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। তানভির সিডনির কাহিনি ও সংলাপে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি একটি প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছে চিত্রনায়ক সাইমন সাদিক।

‘লাল শাড়ি’তে অপুর চরিত্রের নাম শ্রাবণী, যিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। সাইমনের চরিত্রের নাম রাজু। তাকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু ও শাহেদ আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিনেমার প্রযোজক ও নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি’ পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। বাংলাদেশের কৃষ্টি-কালচার তাঁতশিল্প। শিল্পটির অনেক অজানা অধ্যায় এই সিনেমায় তুলে ধরেছি। সুতরাং আমাদের ঐতিহ্য নিয়ে সুন্দর একটা মেসেজ পাবেন দর্শক।’

এদিকে, ‘লাল শাড়ি’তে নয়া জুটি অপু বিশ্বাস ও সাইমনের রসায়ন সবাই বেশ উপভোগ করবেন জানিয়ে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টিকে গল্পে উপজীব্য করেই ‘লাল শাড়ি’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে।’

নায়ক সাইমন সাদিক বলেন, ‘একটা ভিন্ন বিষয়ে এই ছবির গল্প। গল্প পড়েই শুরুতে মুগ্ধ হয়েছিলাম। শুটিংয়ের পর তো মনে হয়েছে, একটা ভালো কাজের অংশ হতে পেরেছি। আশা করি ছবি দর্শকদের ভালো লাগবে।’

সবাইকে হলে গিয়ে ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়ে সিনেমাটির আরেক অভিনেত্রী দিলরুবা দোয়েল বলেন, ‘আমরা অনেক পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে এই সিনেমার কাজ শেষ করেছি। আপনারা হলে এটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন লোকেশনে ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটি নির্মাণের জন্য ২০২০-২১ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পান অপু বিশ্বাস।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :