কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১১:৫৮| আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:১২
অ- অ+

ঈদুল আযহা উপলক্ষে দেশের সিনেমাহলে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ নিয়ে দর্শকের উন্মাদনা চরমে। গত কয়েকদিন ধরে চলমান ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মৌমাছির মতো সিনেমাহলে ভিড় করছেন দর্শক। সিনেমাটির গান ও গল্প তাদের ভীষণভাবে আলোড়িত করেছে।

মুক্তির সপ্তাহ না পেরোতেই এবার ‘প্রিয়তমা’ নিয়ে পাওয়া গেল নতুন খবর। শাকিব খান অভিনীত নতুন এই সিনেমাটি দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে আমেরিকায়। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে সিনেমাটি।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ‘প্রিয়তমা’র আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক। শাকিব খানও এ খবরে সিলমোহর দিয়েছেন।

কিং খান বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিবার-পরিজন সবাইকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা প্রিয়তমাকে যে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই সুদূর আমেরিকা-কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এভাবে সবার মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে।’

‘প্রিয়তমা’য় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে জুটি বেধেছেন শাকিব খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা