‘সুড়ঙ্গ’র পর নতুন সিনেমায় আফরান নিশো

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ১৬:১৮
অ- অ+

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় দাপুটে অবির্ভাব ঘটেছে ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি মুক্তির পর দেশের সিনেমা হলগুলোতে দারুণ সাড়া ফেলেছে। সেইসঙ্গে প্রশংসিত নিশোর অভিনয়।

নতুন খবর হলো, প্রথম সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নিশো। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন আবরার আতহার। এর আগে যিনি থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। যেখানে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন আফরান নিশো।

জানা গেছে, গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা। জানিয়েছে, তারা পরিকল্পনা করছে, সব ঠিক হলেই জানাবে। মুখ খোলেননি আফরান নিশোও।

তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং।

এদিকে আবরার আতহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সিনেমা বানানোর প্ল্যান করেছি এটি সত্য; সবই প্রাথমিক আলোচনায় রয়েছে। আর্টিস্ট চূড়ান্তের বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে। তবে শিগগির চূড়ান্ত করে সব জানাব।’

সিনেমাটিতে নিশো থাকছেন কি না জানাতে চাইলে আতহার বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমি সিনেমা বানাচ্ছি এটি নিশ্চিত। অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত করে সব জানিয়ে দেব।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা