মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৩, ১০:২৫| আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:১৩
অ- অ+

মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) ও মো. হাফিজ (৩১) নামের দুই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

রবিবার ভোর ৪টায় ও সকাল ৫টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই ও পাথুরিয়ার পাড় এলাকায় এসব ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)।

স্থানীয়দের বরাতে হাইওয়ে ওসি জানায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মো. মেহেদী হাসান।

তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী এক বাস ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পার্শ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি বাসের ধাক্কায় ঢাকামুখী মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান নিহত হয়েছেন।

খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যায় ভাসছে ১৮৫ গ্রামের ৬২ হাজার মানুষ, বিশুদ্ধ পানির সংকট

ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, আলাদা দুটি বাসের চাপায় দুই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসচালক পালিয়ে যায়। বাস দুটি ও চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা