দেবিদ্বারের প্রথম মেয়র সাইফুল ইসলাম শামীম

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৩

প্রায় ২১ বছর পর অনুষ্ঠিত হয়ে গেল কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচন। নির্বাচনে পৌর পিতা হিসেবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম। তিনি পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বেসরকারিভাবে শামীমকে বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবুল কাশেম নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।

এছাড়াও মেয়র পদে অন্যান্য প্রার্থীর মধ্যে এমএ কাইয়ুম ভুঁঞা ক্যারামবোর্ড প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৯৮৮, শাহ জাহান মোল্লা ইস্ত্রি প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৬৯৬, মো. আবুল খায়ের কম্পিউটার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট, এবিএম আতিকুর রহমান বাসার মোবাইল ফোন প্রতীকে ভোট পেয়েছেন ৮৭০, মো.শরিফুল ইসলাম সুমন চামচ প্রতীকে পেয়েছেন ৩২৩ ভোট এবং সাইফুল ইসলাম সরকার জগ প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট।

সোমবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিয়েছে দেবিদ্বার পৌরবাসী। তবে ইভিএম এর ধীরগতি নিয়ে অভিযোগ করেন বেশকয়েকজন প্রার্থী ও ভোটাররা।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫০৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার আছে ২২ হাজার ৪৯৮জন এবং নারী ভোটার আছে ২২ হাজার ৮৯ জন। এরমধ্যে ২৯৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল ভোটের সংখ্যা ৭৭টি। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে মোট ১২৪টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। এসময় প্রতিটি কেন্দ্রে ১ জন করে মোট ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সালথায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

এছাড়াও ভোটের মাঠে চার প্লাটুন বিজিবি, র্যাবের একটি ও পুলিশের সাতটি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্সের টিম, একটি স্টান্ডবাই টিম দায়িত্ব পালনসহ প্রতিটি কেন্দ্রে ৭জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন ছিল।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :