ঢাকায় ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত হচ্ছে আরও দেড় হাজার শয্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ১৫:০৩

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা না থাকায় ঢাকার হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগী চাপ। এ অবস্থায় ডেঙ্গু রোগীদের জন্য রাজধানীর হাসপাতালগুলোয় আরও দেড় হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক একটি গণমাধ্যমকেও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকায় বিভিন্ন হাসপাতালে ১৪০০ বিছানা প্রস্তুত করতে বলেছি। এখন যা বেড আছে সেটার সঙ্গে যোগ হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও বেড রাখা হয়েছে। মোট পাঁচ হাজার বিছানা রাখতে বলেছি।

‘যেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে, সেখানেই বিছানা প্রস্তুত করা হচ্ছে’—বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, শুধু মেডিকেল কলেজগুলোতে না। যেখানে যেখানে বিছানা দেওয়া সম্ভব অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউট.. যেখানে জায়গা আছে, আমরা বলে দিয়েছি বিছানা প্রস্তুত করার জন্য বলেছি।

সারাদেশে বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২০৫ জনে। এরমধ্যে এর মধ্যে জুলাই মাসের ২৮ দিনে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ২২৭ জন। বাংলাদেশে বছরের প্রথম সাত মাসে এত রোগী আর কখনোই ভর্তি হয়নি।

শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে যত রোগী ভর্তি হয়েছে তার মধ্যে ঢাকায় ৯০৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৬ জন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আট হাজার ৬৭৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় চার হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮০৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২৯ জনের।

ঢাকাটাইমস/২৯জুলাই/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এই বিভাগের সব খবর

শিরোনাম :