ভালুকায় মসজিদের টাকা আত্মসাতে বাধা দেওয়ায় হামলা, আহত ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ১৮:৩৭

ময়মনসিংহের ভালুকায় শুক্রবারের খুৎবার টাকা উঠিয়ে আত্মসাতে বাধা দেওয়ায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু ও সাইফুল ইসলাম, সাইদুল ইসলামের ছেলে রনি, রিয়াজত আলীর ছেলে মোঃ কালাম, মৃত হেলাল উদ্দিনের ছেলে শফিক ও রফিক গংরা দীর্ঘদিন যাবৎ মসজিদের শুক্রবারের খুৎবার টাকা উঠিয়ে মসজিদে জমা না দিয়ে নিয়ে যায়। ওই টাকা কেউ চাইতে গেলে বিভিন্ন প্রকার তালবাহানাসহ গালিগালাজ করেন। পরে গত ২৮ জুলাই শুক্রবার মসজিদ কমিটির সভাপতি সহ সবাই মিলে নজরুল ইসলাম বাবুদেরকে মসজিদের টাকা ওঠাতে নিষেধ করে। এতে নজরুল ইসলাম বাবুরা ক্ষিপ্ত হয়ে পড়েন এবং নিষেধকারীদের ওপর হামলা চালান।

এতে একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে চান মিয়াসহ ৩ জন আহত হন। পরে উপস্থিত মুসল্লিরা নজরুল ইসলাম বাবুর ওপর উত্তেজিত হলে নজরুল ইসলাম গংরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চান মিয়াসহ বাকিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চান মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বাবুকে মোবাইল ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন সব মিথ্যা কথা, এরপরই তিনি ফোন কেটে দেন।

ভালুকা মডেল থানার এস আই মানিকুল জানান ৯৯৯ খবর পেয়ে ঘটনা স্থলে যাই গিয়ে দেখি মুসল্লিরা মারামারি থামিয়ে দেয়, এ ঘটনায় চান মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :